• প্রেমে বিচ্ছেদ! ক্ষিপ্ত যুবকের ব্যাগে সিঁদুর নিয়ে প্রাক্তনীকে হত্যার চেষ্টা, শেষে গ্রেপ্তার
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • গোপাল সাহা:  বছরখানেক আগেই সম্পর্কে ইতি টেনেছে যুবতী। বেশ কিছুদিন ধরেই উত্যক্ত করছিল ওই যুবক। শনিবার সন্ধ্যায় ওই যুবক আচমকা প্রাক্তন প্রেমিকার বাড়িতে গিয়ে চড়াও হন। বাড়ির সামনেই শুরু হয়ে যায় বাগ্‌বিতণ্ডা। দু’পক্ষের কথা কাটাকাটি শুনে তরুণীর দাদা বাড়ি থেকে বেরিয়ে আসেন।

    অভিযোগ, তখনই ব্যাগ থেকে কাগজে মোড়ানো কাটারি বার করে তরুণীর দাদাকে আক্রমণের চেষ্টা করেন ওই যুবক। তরুণীর চিৎকারে প্রতিবেশীরা জড়ো হতেই বেগতিক বুঝে এলাকা ছেড়ে পালান তিনি। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পর দু’দিন পেরিয়ে গেলেও এখনও আতঙ্কের রেশ কাটছে না তরুণীর। তিনি জানাচ্ছেন, যুবকের ব্যাগে স্ক্রু ড্রাইভার, ছুরি-সহ নানা অস্ত্র ছিল। ছিল সিঁদুরও!

     পুলিশ সূত্রে খবর, কাশীপুরের বাসিন্দা ওই তরুণী এক তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন। পেশায় ডেলিভারি কর্মী এক যুবকের সঙ্গে গত বেশ কিছু বছর ধরে সম্পর্ক ছিল তাঁর। এক বছর আগে নানা কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। কিন্তু তার পর থেকেই নানা ভাবে তরুণীকে উত্যক্ত করতে শুরু করেন যুবক। শুরু হয় তরুণীর ছবি তাঁর বন্ধুদের পাঠানো। কখনও বাড়িতে সব জানিয়ে দেওয়ার হুমকি, কখনও আবার তরুণীর কর্মস্থলে গিয়ে অশান্তি করা এসব চলছিলই।

    অভিযোগ, এক বছর আগে তরুণীর অফিসে গিয়ে তাঁর ফোন ছুড়ে ফেলে ভেঙে দেন যুবক। সঙ্গে অ্যাসিড হামলার হুমকিও দেন। তখনও থানায় অভিযোগ দায়ের করেছিলেন তরুণী। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই যে কে সেই। বাধ্য হয়ে তিন দিন আগে তরুণী ফের পুলিশের দ্বারস্থ হন। শনিবারই যুবককে থানায় ডেকে পাঠিয়েছিল পুলিশ। কিন্তু থানায় যাওয়ার বদলে উল্টে তরুণীর বাড়িতে গিয়ে চড়াও হন যুবক! তদন্তে নেমেছে পুলিশ। 
  • Link to this news (আজকাল)