• তিস্তা নদী থেকে ঝাঁক ঝাঁকে মাছ উঠে আসছে ডাঙায়, কারণ শুনে আঁতকে উঠছেন মানুষজন
    ২৪ ঘন্টা | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • প্রদ্যুত্ দাস: জলপাইগুড়িতে তিস্তা নদী থেকে ঝাঁকে ঝাঁকে মাছ উঠে আসছে ডাঙায়। কারণ নিয়ে ধোঁয়াশা। খবর চাউর হতেই মাছ ধরতে হিড়িক। ঠিক কী কারণে নদীর মাছ এভাবে ডাঙ্গায় উঠে আসছে তা কোনও ব্যাখ্যা দিতে পারছে না কেউ। তবে অনেকের দাবি নদীতে কোনও রাসায়নিক মিশে যাওয়ার ফলে ওই ঘটনা ঘটছে। ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। নদীতে বিষ দেওয়া হতে পারে, এমন কথা শুনে আঁত্কে উঠছেন অনেকে।

    মাছ ধরতে আসা এক তরুণ বলেন, জানি না কেন মাছ উঠে আসছে। আমরা তো মরা মাছ পাচ্ছি। আগে কখনও এমন মাছ উঠতে দেখিনি। প্রায় কেজি দেড়েক মাছ পেয়েছি। বরোলি, খোকসা ইত্যাদি মাছ পেয়েছি। কোনও রাসায়নিক জলে পড়ে এমন জিনিস হতে পারে।

  • Link to this news (২৪ ঘন্টা)