হিন্দু ক্যানসার আক্রান্তকে বাঁচাতে রাস্তায় ঘুরে অর্থ সংগ্রহ, সম্প্রীতির নজির মালবাজারের নবীউলের
প্রতিদিন | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
অরূপ বসাক, মালবাজার: সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন মাল মহকুমার ক্রান্তি ব্লকের এক মুসলিম যুবক। বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গ-সহ ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত কুয়াশায় ঢেকে রয়েছে। এই শীতের ঠান্ডা উপেক্ষা করে ক্রান্তি ব্লকের সমাজসেবী মহম্মদ নূর নবীউল ইসলাম কয়েকদিন ধরে অর্থ সংগ্রহ করছেন। এই কাজ তিনি করছেন ব্লাড ক্যানসারে আক্রান্ত এক হিন্দু যুবককে বাঁচানোর জন্য।
জানা গিয়েছে, বিমল রায় নামে বছর চব্বিশের এক যুবক রক্তের ক্যানসারে আক্রান্ত। তাঁর জীবন বাঁচানোর জন্যই টোটোতে করে, কখনও হাতে দান বাক্স নিয়ে ক্রান্তি ব্লকের বিভিন্ন প্রান্তে মানুষের কাছে অর্থ সংগ্রহ করছেন নবীউল। এলাকাবাসীদের কথায়, “আমরা প্রতিনিয়ত দেখি ছেলেটি নিঃস্বার্থে সকল স্তরের মানুষের জন্য মানব কাজ করে যাচ্ছে।” বিমলের বাবা শিপেন রায় জানান, “সমাজসেবী মহম্মদ নুর নবিউল ইসলামকে ধন্যবাদ জানাই। যেভাবে ছেলেটা আমাদের পাশে দাঁড়িয়েছে তা সত্যি অতুলনীয়। যদি ছেলেটি পাশে না দাঁড়াত, তাহলে হয়তো আমার ছেলেকে উন্নত চিকিৎসা করাতে পারতাম না। আমিও সহযোগিতা চাই আমার ছেলের জীবন বাঁচাতে সবাই এগিয়ে আসুন।”
বিমলের মা কৌশলা রায় বলেন,”মুসলিম হয়েও নবিউল ইসলাম যেভাবে আমাদের মত হিন্দুদের উপকার করে যাচ্ছে, তা আমরা কোনও দিনই ভুলব না। এই ভাবেই বিপদের সময় মানুষের পাশে থাকাটাই সকলের কর্তব্য হওয়া উচিত। এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার টাকা তুলে দিয়েছে এই যুবক। আমার ছেলে বর্তমানে চিকিৎসা চলছে বেঙ্গালুরুতে। এখনও প্রচুর অর্থের প্রয়োজন।” নবীউল জানান, “আজ আমরা ক্রান্তি চ্যাংমারি মালহাটি মোড় এবং কাঠামবাড়ি বাজার সহ কাঁঠালগুড়ী বেশ কয়েকটি জায়গায় সাধারণ পথ চলতি মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছি। সবার আগে আমরা মানুষ। মানুষ হয়ে মানুষের সেবা করাই সকলের কর্তব্য। ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষের সেবাই মহান ধর্ম। তাই এই যুবকের পাশে দাড়িয়েছি। আগামীতেই এই ভাবে সেবা করব।” তিনি সকলের সাহায্যের আবেদনও জানান।