দেবব্রত মণ্ডল, বারুইপুর: ৭২ বছরের বৃদ্ধাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। ঘটনায় ইতিমধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোসাবায়। অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রের খবর, গোসাবা ব্লকের পাঠানখালি এলাকায় সরস্বতী পুজোর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সোমবার সন্ধ্যায় বৃদ্ধার পরিবারের সদস্যরা অনুষ্ঠানে গিয়েছিলেন। রাতে সুযোগে মঙ্গল রায় নামে এক ব্যক্তি বৃদ্ধার বাড়িতে হাজির হয়। বৃদ্ধাকে মদ খাওয়ায়। বেহুঁশ হয়ে পড়েন তিনি। অচৈতন্য বৃদ্ধাকে মঙ্গল ধর্ষণ করে বলে অভিযোগ। ইতিমধ্যে বৃদ্ধার পরিবারের লোকজন বাড়িতে ফিরে আসে। তাঁরা দেখতে পায় বৃদ্ধা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। মঙ্গল রায়ের অস্বাভাবিক আচরণ দেখে ধরে ফেলে গ্রামবাসীরা। তাকে জিজ্ঞাসাবাদ করতেই কুকর্মের কথা স্বীকার করে। সেই মুহূর্তে এলাকার মানুষজন তাকে ধরে একটি গাছে বেঁধে ফেলেন। শুরু হয় গণধোলাই।
অচৈতন্য অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাতেই গোসাবা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। মৃত্যু হয় ওই বৃদ্ধার। মঙ্গলবার ক্যানিং থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। অন্যদিকে গোসাবা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। মঙ্গলবার আদালতে তোলা হয় পুলিশের তরফে। পাশাপাশি অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে গোসাবা থানার পুলিশ। বৃদ্ধার পরিবারের দাবি, “অভিযুক্ত মঙ্গল রায় যে জঘন্য ঘটনা ঘটিয়ে খুন করেছে,তাতে করে অভিযুক্তের যেন ফাঁসি হয়।”