• চলতি মাসে ৮ দিন সম্পূর্ণ বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা, চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা
    প্রতিদিন | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • নব্যেন্দু হাজরা: মেট্রো যাত্রীদের জন্য দুঃসংবাদ। ফেব্রুয়ারি মাসে আটদিন সম্পূর্ণ বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা। মেট্রোর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে মঙ্গলবার বলা হয়েছে, ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি এবং ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে এই লাইনের পরিষেবা। অর্থাৎ হাওড়া ময়দান থেকে এসপ্ল‌্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ দুই অংশেই কোনও মেট্রো চলবে না।

    ইতিমধ্যেই এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ স্টেশনের মধ্যে টানেল তৈরির কাজ সম্পন্ন হয়েছে। তবে এখনও কিছু কাজ বাকি। আর সেই কারণেই ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি (৪ দিন) এবং ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি আরও ৪ দিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা। এর মধ্যে ১৫ এবং ১৬ তারিখ ও ২২ এবং ২৩ তারিখ যথাক্রমে শনি ও রবিবার পড়ছে। এই সময়ে সম্পূর্ণ গ্রিন লাইনে অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ‘কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল’ (সিবিটিসি) সিস্টেম পরীক্ষা করে দেখা হবে। মার্চ মাসেও মেট্রো পরিষেবা বন্ধ রাখা হতে পারে।

    প্রসঙ্গত, কলকাতার লাইফ হল মেট্রো। প্রতিদিন কয়েক হাজার মানুষ মেট্রোয় সফর করেন। ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হওয়ায় বিশেষ সুবিধা হয়েছে চাকরিজীবীদের। কারণ, শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পৌঁছনো এখন সহজ। এদিকে মেট্রো এসপ্ল্য়ানেড থেকে মুহূর্তে পৌঁছে দেয় হাওড়ায়। এই দুটি লাইনেই এতগুলো দিন পরিষেবা বন্ধ থাকায় চূড়ান্ত সমস্যার আশঙ্কায় যাত্রীরা।
  • Link to this news (প্রতিদিন)