• কমন স্পেসে পার্কিং নিয়ে বিবাদ, পড়শির ‘অস্ত্রে’র আঘাতে রক্তাক্ত ১
    এই সময় | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • আবাসনের মধ্যে ফাঁকা জায়গায় বা কমন স্পেসে গাড়ি রাখা নিেয় বিবাদ। সেই ঝামেলা থেকে শুরু বচসা, আর সেটাই গড়াল রক্তারক্তি কাণ্ডে। দুই পড়শির মধ্যে মারপিটের ঘটনায় একজন মারাত্মকভাবে জখম হলেন। মঙ্গলবার দক্ষিণ দমদম পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ঘটনা।

    ওই এলাকায় ৯৭, দমদম রোড, এই ঠিকানায় রয়েছে অম্বালিকা অ্যাপার্টমেন্ট নামে একটি আবাসন। সেখানেই এই ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানাচ্ছেন, ওই আবাসনের কমন স্পেসে দীর্ঘদিন ধরেই নিজের গাড়ি রাখেন তপন সরকার নামে এক বাসিন্দা। তিনি পেশায় শিক্ষক। আবাসনের কমন স্পেসে ব্যক্তিগত গাড়ি রাখা নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি তুলছিলেন কিছু পড়শি। ওই বিষয়টি নিয়ে প্রায়শই ঝামেলা হতো। মঙ্গলবার ফের সমস্যা শুরু হয়। ওই আবাসনের ভিতরে যেখানে গাড়িটি রয়েছে সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন ব্যক্তি সেখানে জড়ো হয়ে রয়েছেন। কিছুক্ষণ পরে এক ব্যক্তি সেখানে এলেন, তার পরেই হলুদ পাঞ্জাবি পরা এক ব্যক্তির সঙ্গে বচসা শুরু হলো। তার কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল। দুই ব্যক্তিই একে অন্যের উপর হামলা চালান। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, হলুদ পাঞ্জাবি পরা ব্যক্তির নাম দেবসুন্দর দরিফা। তিনি পেশায় আইনজীবী। গাড়ির মালিক তপন সরকারের সঙ্গেই তাঁর হাতাহাতি হয়েছিল, সেই সময়েই তপন সরকারের হাতে থাকা কোনও ধারালো জিনিসের আঘাতে দেবসুন্দরের গাল ও থুতনি রক্তাক্ত হয়ে যায়। স্থানীয়রাই তাঁকে দমদম মিউনিসিপ্যালিটি হাসপাতালে নিয়ে যায়। সূত্রের খবর, তাঁর গালে ২৫টি সেলাই পড়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নাগেরবাজার থানায় ওই আইনজীবী লিখিত অভিযোগ দায়ের করেন। নাগেরবাজার থানার পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে এ দিন ব্যারাকপুর আদালতে পেশ করে ৫ দিনের পুলিশ হেফাজতে নিয়েছে।

    জখম ব্যক্তি দেবসুন্দর দরিফা বলেন, ‘সামান্য ঘটনা নিয়ে বিবাদ শুরু হয়। কমন স্পেসে গাড়ি পার্কিংয়ে বাধা দেওয়ার জন্য এই হামলা। উনি প্রথমে গালাগালি দেন। আমি তার প্রতিবাদ করাতে ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন।’

  • Link to this news (এই সময়)