• সরস্বতী পুজো নিয়ে বিতর্কের মাঝেই যোগেশচন্দ্রে সভাপতি বদল, দায়িত্ব পেলেন অরূপ
    এই সময় | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • যোগেশচন্দ্র চৌধুরী কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিধায়ক দেবাশিস কুমারকে সরিয়ে তাঁর জায়গায় উচ্চশিক্ষা দপ্তর, বিদ্যুৎ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে নিয়োগ করা হলো। সরস্বতী পুজোর প্রস্তুতি নিয়ে কয়েকদিন ধরেই যোগেশচন্দ্র চৌধুরী কলেজ এবং যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে টানাপড়েন শুরু হয়েছিল। ক্যাম্পাসে পুজো করতে দেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক ছাত্রী। এরপর আদালতের নির্দেশে পুলিশি নিরাপত্তায় কলেজে পুজো হয়েছিল। রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পুজোর দিনে ক্যাম্পাসে গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন সাংসদ মালা রায়ও। তিনি প্রথমে অধ্যক্ষের সঙ্গে দেখা করেন। পুজোও দেখতে যান।   

    সেই সময়ে তাঁর কাছে কয়েকজন ছাত্রী অভিযোগ করেন, কলেজের এক প্রাক্তনী তথা টিএমসিপি নেতার দলবল আইন কলেজের পড়ুয়াদের ধর্ষণ এবং খুনের হুমকি দিয়েছেন। শিক্ষামন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়েন কয়েকজন ছাত্রী। শিক্ষামন্ত্রীকে তাঁদের কথা শোনার আবেদন করেন কয়েকজন ছাত্র-ছাত্রী। 

    সেই দিনে পড়ুয়াদের চারজন প্রতিনিধির সঙ্গে বৈঠকও করেন ব্রাত্য বসু এবং তাঁদের অভিযোগের কথা শোনেন।

    গত শুক্রবার যোগেশচন্দ্র চৌধুরী কলেজের গভর্নিং বডির জরুরি বৈঠক ডেকে অধ্যক্ষ পঙ্কজ রায়কে ইস্তফা দিতে বলা হয়েছিল। সেই বৈঠকের সভাপতিত্ব করেছিলেন দেবাশিস কুমার। অধ্যক্ষ বলেছিলেন, ‘আমি গত ডিসেম্বরে পরের বছরের ৩১ জুলাই অধ্যক্ষ পদে ইস্তফা দিতে চেয়ে স্বেচ্ছাবসর নেওয়ার কথা জানিয়েছিলাম। তিনি এ দিন জানান , যা হচ্ছে তা নিশ্চয়ই কলেজের ভালোর জন্যই হবে।’ 

  • Link to this news (এই সময়)