পার্ক সার্কাসের কাছে হাসপাতালের অপারেশন থিয়েটারে বিস্ফোরণ, এলাকায় তুমুল উত্তেজনা
আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পার্ক সার্কাসের সিআইটি রোডে আনন্দ পালিত স্টপেজের কাছে একটি বেসরকারি নার্সিংহোম অপারেশন থিয়েটারের ভেতরে থাকা অটোক্লেভ মেশিনে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মেশিন ভেঙে রাস্তার দিকে কাঁচের টুকরো ছিটকে আসে।
এই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কীভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে এন্টালি থানার পুলিশ। অটোক্লেভ মেশিন অপারেশন থিয়েটারের ভিতরে সংক্রমণ রোধে, ভাইরাস ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে সাহায্য করে। তবে বিস্ফোরণের সময় কোনও রোগী বা হাসপাতালের কর্মী কেউ ভিতরে ছিলেন না বলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কীভাবে এই ধরণের একটি ঘটনা হল তা খতিয়ে দেখছে পুলিশ। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে পুলিশ।