• বঙ্গে মদ্যপানে আসক্ত ২৭ লক্ষ! পরিসংখ্যান ঘিরে তরজায় সাংসদরা
    এই সময় | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়: পশ্চিমবঙ্গের প্রায় ৩৫ লক্ষ মানুষ মদ এবং গাঁজা, কোকেনের মতো মাদকে আসক্ত বলে লোকসভায় জানাল সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট মন্ত্রক। যদিও রাজ্যের শাসকদল তৃণমূলের নেতৃত্ব এই তথ্যের ভিত্তি নিয়েই প্রশ্ন তুলেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বনওয়ারিলাল ভার্মা মঙ্গলবার সংসদে লিখিত উত্তরে জানিয়েছেন, ২০১৯ সালে দেশজুড়ে সমীক্ষার ভিত্তিতে এই তথ্য মেলে।

    পশ্চিমবঙ্গে মাদকাসক্তের সংখ্যা কত, জানতে চেয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। নেশামুক্ত ভারত অভিযান প্রকল্পে রাজ্য কী কী পদক্ষেপ করেছে, তা–ও জানতে চান বিষ্ণুপুরের সাংসদ। মঙ্গলবার সৌমিত্রের এই প্রশ্নের লিখিত উত্তর দিয়েছে সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট মন্ত্রক।

    সেখানে রয়েছে মদ (অ্যালকোহল) এবং গাঁজা, কোকেন, আফিম–সহ বিভিন্ন মাদকে (ড্রাগ) কত মানুষ আসক্ত, তার পরিসংখ্যান। ওই তথ্যে বলা হয়েছে, বঙ্গের ২৭ লক্ষ মানুষ মদ্যপানে আসক্ত। প্রায় দেড় লক্ষ মানুষ গাঁজার নেশা করেন, আফিমের নেশায় আসক্ত প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ। পরিসংখ্যানে মোট আট ধরনের মাদকাসক্তির তথ্য দেওয়া হয়েছে।

    এই পরিসংখ্যান প্রসঙ্গে নিয়ে তৃণমূলের লোকসভার সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভিত্তিহীন তথ্য। কেন্দ্র সরকার ৩৫ লক্ষ মানুষের নাম পরিচয় জানাক। সমীক্ষার নামে কিছু তথ্য দিলেই হয় না।’

    মাদকের নেশা ছাড়াতে ২০২০ সালের ১৫ অগস্ট কেন্দ্রীয় সরকার নেশামুক্ত ভারত অভিযান প্রকল্প শুরু করে। মাদকাসক্ত কোনও ব্যক্তির পরিবার যদি সাহায্য চায়, তার জন্য এই প্রকল্পে টোল–ফ্রি নম্বর চালু করা হয়েছিল। সেখানে ফোন করলে মাদকাসক্ত ব্যক্তির কাউন্সেলিং, রেফারেলের বন্দোবস্ত করা হয়। কেন্দ্রীয় মন্ত্রকের তথ্য বলছে, এই প্রকল্প চালু হওয়ার পরে চলতি ফেব্রুয়ারি মাস পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে টোল–ফ্রি নম্বরে ১৫ হাজারের বেশি ফোন গিয়েছে।

    পরিসংখ্যান হাতে পেয়ে সৌমিত্র মঙ্গলবার বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রক বলছে পশ্চিমবঙ্গে প্রায় ৩৫ লক্ষ মানুষ নেশা করেন। রাজ্যের প্রতিটি মানুষকে সজাগ ও সচেতন হতে হবে। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত স্তরে মদের দোকান বন্ধ করে দেওয়া উচিত।’ সৌমিত্রের এই মন্তব্যের উত্তরে কল্যাণ বলছেন, ‘বিজেপি নেতারা আগে মাদকসক্তি ছাড়ুন, তার পরে বড় বড় কথা বলবেন।’

    কেন্দ্রীয় মন্ত্রকের দেওয়া তথ্যে দেশের ২৭২টি জেলা বিশেষ ভাবে চিহ্নিত করা হয়েছে, যেখানে মাদকাসক্তদের সংখ্যা বেশি। এর মোকাবিলায় একাধিক প্রথম সারির আধ্যাত্মিক সংস্থা, এনজিওর সঙ্গে কেন্দ্র মউ স্বাক্ষর করেছে বলে সোশ্যাল জাস্টিস মন্ত্রক জানিয়েছে। যদিও পশ্চিমবঙ্গে নেশামুক্ত ভারত অভিযান প্রকল্প শুরু হয়নি বলেও জানিয়েছে কেন্দ্র।

  • Link to this news (এই সময়)