ঘুরন্ত নাগরদোলা থেকে পড়ে তরুণীর মৃত্যু। সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের কুমিরমারিতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটি, নাকি সেলফি তুলতে গিয়ে পড়ে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ভয়াবহ সেই মুহূর্তের ভিডিয়ো সামনে এসেছে। আঁতকে ওঠার মতো সেই দৃশ্য!
কুমিরমারি গ্রামপঞ্চায়েতের উদ্যোগে এলাকায় বিশাল মেলা বসেছে। পাঁচ দিন ধরে এই মেলা চলছে। সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও। টলিউডের তারকারাও যাচ্ছেন সেখানে। সোমবার সেখানে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের অনুষ্ঠান ছিল। মেলা প্রাঙ্গণে থিকথিক করছিল মানুষের ভিড়।
মেলায় গিয়েছিলেন সায়ন্তনী মণ্ডল ও তাঁর দুই বন্ধু। মেলায় নাগরদোলায় ওঠেন তাঁরা। বিদ্যুৎ চালিত উঁচু সেই নাগরদোলা জোরে ঘুরছিল। হঠাৎই বিকট শব্দ, তার পরই গেলো গেলো রব ওঠে। শোনা যায়, এক তরুণী নাগরদোলা থেকে ছিটকে মাটিতে পড়ে গিয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে তাকে উদ্ধার করে স্পিড বোটে ধামাখালি নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়।
এ দিকে তরুণীর পড়ে যাওয়ার ঘটনায় নাগরদোলায় থাকা অন্য আরোহীরা ভয় পেয়ে যান। সকলেই নামিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকেন। কেউ কেউ নাগরদোলা থেকে লাফ দিয়ে নেমে পড়েন। প্রসঙ্গত, কয়েক দিন আগে বারুইপুরে একটি মেলায় নাগরদোলা থেকে তিন জন পড়ে গিয়ে আহত হন। গোসাবার ঘটনার তদন্ত শুরু করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। মেলার উদ্যোক্তা ও নাগরদোলার চালকের খোঁজ শুরু হয়েছে বলে সূত্রের খবর।