• আদালত ভবন থেকে বিচারকের দেহরক্ষীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার
    এই সময় | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • কলকাতা পুলিশের এক কর্মীর অস্বাভাবিক মৃত্যু। বুধবার সকাল ৭টা নাগাদ কিরণশঙ্কর রায় রোডের সিটি সিভিল কোর্ট বা নগর দায়রা আদালতের একতলা থেকে গুলির আওয়াজ শোনা যায়। ওই পুলিশ কর্মী এক তলার সিঁড়ির কাছে কপালে গুলির ক্ষত নিয়ে তিনি চেয়ারে বসেছিলেন। তিনি ছিলেন সিটি সিভিল কোর্টের ৮ নম্বর বেঞ্চের বিচারকের নিরাপত্তা রক্ষী। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ওই কর্মী তাঁর ৯ এমএম সার্ভিস পিস্তল থেকে কপালে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন। মৃতদেহের পাশ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়েছে।

    ঘটনাস্থলে হেয়ার স্ট্রিট থানার পুলিশ, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মীরা পৌঁছেছেন। মৃত পুলিশ কর্মীর দেহ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    সূত্রের খবর, সকাল ৭টা নাগাদ ঘটনাটি সামনে আসে। সিটি সিভিল কোর্টের ৮ নম্বর বেঞ্চের বিচারকের দেহরক্ষীর রক্তাক্ত দেহ দেখতে পাওয়া যায়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে লালবাজার। পারিবারিক বা ব্যক্তিগত কোনও সমস্যায় তিনি ভুগছিলেন কি না, কর্মক্ষেত্রে কোনও সমস্যা হচ্ছিল কি না, জানার চেষ্টা করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)