• ‘লোভনীয়’ ওয়ার্ডে ডিউটি চেয়ে বিক্ষোভ উত্তরবঙ্গ মেডিক্যালে
    এই সময় | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ওয়ার্ডে উড়ছে টাকা। কারও সন্তান হলে টাকা। তারও অপারেশন সফল হলে টাকা। বাইরে থেকে খাবার এনে দিতে হলেও টাকা। অসময়ে রোগীকে দেখার ব্যবস্থা করে দিলে টাকা। আর এই টাকা নিয়েই জোর গোলমাল বেধেছে মেডিক্যাল কলেজ হাসপাতালের অস্থায়ী কর্মীদের মধ্যে।

    আগে থেকে যাঁরা ‘লোভনীয়’ ওয়ার্ডে ডিউটি করার সুযোগ পেয়েছেন, তাঁরা নিজেদের জায়গা ছাড়তে চাইছেন না। আর যাঁরা কম রোজগারের ওয়ার্ডে ডিউটি করছেন তাঁরা চান, নিয়ম মোতাবেক ওয়ার্ডে অস্থায়ী কর্মীদের বদল করা হোক।

    মঙ্গলবার এই দাবিতেই সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন একদল অস্থায়ী কর্মী। সম্প্রতি রোগী কল্যাণ সমিতির বৈঠকে অস্থায়ী কর্মীদের একটি রোস্টার তৈরি করা হয়। বিক্ষোভকারীদের দাবি, সেই রোস্টার মানা হচ্ছে না। কন্ট্রাক্টচুয়াল ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফোরামের সভাপতি লিটন প্রামাণিক বলেন, ‘রোস্টার কেন মানা হবে না? কেন একই ওয়ার্ডে কিছু লোক বছরের পর বছর ডিউটি করবে? দ্রুত রোস্টার মেনে সবাইকে ডিউটি করতে বাধ্য করতে হবে কর্তৃপক্ষকে।’

    তাঁর দাবি, হাসপাতালের কিছু আধিকারিক এই অস্থায়ী কর্মীদের পিছন থেকে মদত দিচ্ছেন। এই ব্যাপারে হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেন, ‘এ কথা ঠিক যে রোগী কল্যাণ সমিতির বৈঠকে অস্থায়ী কর্মীদের রোস্টার তৈরি করা হয়। কেনা সেটা মানা হচ্ছে না। কারা বাধা দিচ্ছে সেটা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে কঠোর পদক্ষেপ করা হবে।’

    উল্লেখ্য, এজেন্সির মাধ্যমে অস্থায়ী কর্মীদের নিয়োগ করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

  • Link to this news (এই সময়)