এই সময়: সেবাশ্রয় হেলথ ক্যাম্পের সূচনা থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুরের পরে এখন মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রে এই স্বাস্থ্য শিবির চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার মেটিয়াবুরুজের নবরত্ন সেবা সমিতির মাঠে মডেল ক্যাম্প পরিদর্শন করেন।
সেখানে উপস্থিত সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের সঙ্গেও কথা বলেন তিনি। এই মডেল ক্যাম্প ছাড়াও মেটিয়াবুরুজে অন্য একটি স্বাস্থ্য শিবিরেও যান ডায়মন্ড হারবারের সাংসদ। সেখানে মোট ৩৪টি ক্যাম্প হয়েছে।
এ দিন মোট ৯৪৩৩ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা হয়। এছাড়া বিষ্ণুপুরে সেবাশ্রয় শিবিরে যাঁদের ছানি অপারেশনের জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন এমন ১০ জনের এ দিন চোখ অপারেশন হয়।
মেটিয়াবুরুজের সেবাশ্রয় শিবিরে মানুষের ভিড় দেখে অভিষেক এ দিন সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘পরিষেবা প্রদান কেবল একটি কাজ নয়, এটা দায়িত্ব পালন। মেটিয়াবুরুজের মানুষ যে ভাবে সাড়া দিয়েছেন তা আমার এই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে।’
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে একের পর এক বিধানসভায় সেবাশ্রয় কর্মসূচি যে ভাবে মানুষের মধ্যে সাড়া ফেলেছে তা নতুন ন্যারেটিভ তৈরি করে দিয়েছে বলে অভিষেকের পর্যবেক্ষণ। তাঁর কথায়, ‘সেবাশ্রয় নতুন ন্যারেটিভ তৈরি করেছে। মানুষ চিকিৎসা পরিষেবার খোঁজ করে কিন্তু সেবাশ্রয়ের ক্ষেত্রে এই খোঁজ করার দরকার হয় না। এই স্বাস্থ্য শিবির সরাসরি মানুষের কাছে পৌঁছে যায়।’
মোট সাতটি বিধানসভা কেন্দ্রে এই স্বাস্থ্য শিবির চালাতে প্রচুর চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, ফার্মাসিস্ট, নার্স, স্বেচ্ছাসেবকরা নিরলস ভাবে কাজ করছেন। এই শিবিরগুলি থেকে যাঁদের রেফার করা হচ্ছে তাঁদের ফলো–আপ করছে একটি টিম। এঁদের সকলের কাছে এ দিন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।