তমলুকে পানীয়তে বিষ মিশিয়ে দশম শ্রেণির ছাত্রীকে হত্যা, মৃত্যু হল অসুস্থ বান্ধবীরও...
আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
আজকালে ওয়েবডেস্ক: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ঠান্ডা পানীয়ের সঙ্গে কিশোরীকে কীটনাশক মিশিয়ে খুনের ঘটনায় আর এক কিশোরীর মৃত্যু হল। মঙ্গলবার রাতে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে ওই কিশোরীর মৃত্যু হয়েছে। তমলুকের ঘটনায় এই নিয়ে দুই কিশোরীর মৃত্যু হল। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে আকাশ সামন্ত নামক এক যুবককে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দশম শ্রেণির ওই ছাত্রী চণ্ডীপুর হাইস্কুলের পড়ুয়া। অভিযুক্ত যুবক আকাশ রাজমিস্ত্রির সহকারী। বেশ কয়েকদিন আগে ওই কিশোরীর পাশের বাড়িতে সে কাজ করতে গিয়েছিল। সেখানে আকাশ কিশোরীর সঙ্গে সম্পর্ক গড়তে চেয়ে নানারকম প্রলোভন দেখায়। বারবার প্রেমের প্রস্তাব দেয়। গত ১৮ জানুয়ারি সরস্বতী পুজোর আমন্ত্রণ জানাতে কিশোরী ও তার বান্ধবী এলাকার একটি স্কুলে গিয়েছিল। অভিযোগ, রাস্তায় দেখতে পেয়ে আকাশ তাদের পথ আটকায় এবং ফের কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয়। এরপর কথায় ভুলিয়ে সে দু'জনকে ঠান্ডা পানীয় খাওয়ায় বলে অভিযোগ।
পানীয় খেয়ে বাড়ি ফিরে ওই ছাত্রী ও তার বান্ধবী অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসায় সুস্থ না হলে দু'জনকেই তমলুক মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। গত রবিবার সেখানেই মারা যায় ছাত্রীটি। তার বান্ধবীকে সুস্থ করার চেষ্টা করছিলেন চিকিৎসকরা। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়েছে। আকাশের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।