চলন্ত নাগরদোলা থেকে পড়ে গিয়ে তরুণীর মৃত্যু গোসাবায়, এলাকায় শোকের ছায়া...
আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আনন্দ মুহূর্তে বদলে গেল শোকে। চলন্ত নাগরদোলা থেকে ছিটকে পড়ে গিয়ে মৃত্যু হল এক তরুণীর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার গোসাবার কুমিরমারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত তরুণীর নাম সায়ন্তনী মণ্ডল। তাঁর মৃত্যুতে শোক নেমে এসেছে এলাকায়। নাগরদোলাটির মালিককে গ্রেপ্তার করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের উদ্দ্যোগে ৮দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এর পাশাপাশি পাঁচ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজনও করা হয়েছিলো। সোমবার রাতে মেলায় টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষের সমাগম হয়েছিল।
মেলায় বিদ্যুৎচালিত নাগরদোলা চড়তে উঠেছিলেন কুমিরমারির বাসিন্দা সায়ন্তনী মণ্ডল, মানসী মণ্ডল এবং টুম্পা মণ্ডল। নাগরদোলা চলতে চলতেই হটাৎ তিনজন ছিটকে পড়ে যান। গুরুতর আহত হন সায়ন্তনী। তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়া তাঁকে কলকাতায় বেলভিউ নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার গভীর রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।