মধ্যরাতে ভয়াবহ আগুন আলিপুরদুয়ারে, পড়ে ছাই আটটি দোকান, আতঙ্কিত এলাকাবাসী
আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার শহরের প্রাণকেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা। মঙ্গলবার গভীর রাতে নিউটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে আটটি দোকান ও একটি বাড়ি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। খবর পেয়ে আলিপুরদুয়ার দমকল কেন্দ্র থেকে তিনটে ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। রাস্তার বিদ্যুতের পোল থেকে এই আগুনের ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। আগুন লাগার কারণ তদন্ত করছে দমকল বিভাগ।
স্থানীয় বাসিন্দা সমীর কুণ্ডু বলেন, ''গভীর রাতে হটাৎই আগুন লেগে যায়। আমরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করি। খবর দেওয়া হয় দমকলকে। তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। অনেক দোকানপাট পুড়ে ছাই হয়ে গেল। কোটি টাকার জিনিস নষ্ট হয়েছে। কীভাবে আগুন লাগল আমরা কেউ জানি না। দমকল খতিয়ে দেখছে।''
দমকল আধিকারিক ভাস্কর রায় জানান, বিদ্যুতের পোস্ট থেকে আগুন লেগেছে। আমরা একটা ইঞ্জিন নিয়ে এসে দেখি বেশ কয়েকটি দোকান এবং একটি বাড়িতে আগুন লেগেছে। পরর্বতীতে আরও দু'টি ইঞ্জিন এনে আগুন নেভানো হয়। কীভাবে আগুন লেগেছে তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত করে দেখা হচ্ছে।