কৃষ্ণনগরে ক্লাব ভাই বন্ধুর মণ্ডপে বাগদেবী পূজিত হন মণিমা রূপে
বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: এবার ২৭তম বর্ষে পড়ল ক্লাব ভাই বন্ধুর সরস্বতী পুজো। দেবী এখানে পূজিত হন মণিমা রূপে। এলাকার বাসিন্দারা প্রতিবছর এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন। কৃষ্ণনগর শহরের শক্তিনগর এলাকায় এই পুজো হয়। আজ বুধবার শোভাযাত্রা সহকারে ক্লাব ভাই বন্ধুর প্রতিমা নিরঞ্জন করা হবে। উল্লেখ্য গত রবিবার সন্ধ্যায় পুজো উদ্বোধন করেছিলেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিশির কর্মকার।
এই ক্লাবের পুজো শুরু হওয়ার পিছনেও ছোট্ট গল্প রয়েছে। শহরের বিখ্যাত প্রতিমাশিল্পী শম্ভু অধিকারী এই ক্লাবের সরস্বতী মূর্তি তৈরি করতেন। পুজো শুরুর প্রথম ১৪ বছর শম্ভুবাবুর হাতেই ক্লাবের বাগদেবী রূপ পেতেন। তখন গ্রামে ছোটো ছোটো ছেলেরা হাতখরচ থেকে বাঁচানো টাকা দিয়ে পুজো করত। আর সেই পুজো ঘিরেই শীত শেষের মরশুমে উৎসবে মেতে উঠতো এলাকাবাসী। তবে বর্তমানে শিল্পী কানাইলাল ঘোষ বাগদেবীর মূর্তি তৈরি করছেন।
দু’দিন ধরে এখানে সরস্বতী পুজো হয়। এই দুদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গান, নাচ ও আবৃত্তির মাধ্যমে উৎসবে মেতে ওঠে এলাকার বাসিন্দারা। পাশাপাশি পুজোকে কেন্দ্র করে ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এবছর পুজোর বাজেট প্রায় ২ লক্ষ টাকা।
ক্লাবের সম্পাদক সায়ন ভৌমিক বলেন, ‘আমাদের ক্লাব বরাবরই সরস্বতী পুজো করে আসছে। আমরা প্রতিবছর সাড়ম্বরে বাগদেবীর আরাধনায় মেতে উঠি। এলাকাবাসীও তাতে শামিল হন। • মাতৃপ্রতিমা। -নিজস্ব চিত্র