• সরস্বতী পুজোয় আনন্দঘন পরিবেশ ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী কলেজে
    বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ঘাটাল: সরস্বতী পুজোয় উৎসবমুখর হয়ে উঠেছিল ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় চত্বর। পুজো উপলক্ষ্যে গোটা কলেজ সুন্দর করে সাজিয়ে তোলা হয়। পড়ুয়াদের পাশাপাশি অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মীরাও আনন্দে মাতেন। এই আনন্দযজ্ঞ থেকে এলাকার বাসিন্দারাও দূরে ছিলেন না। কলেজের সরস্বতী পুজো দেখতে সোমবার সারাদিন দর্শনার্থীদের ঢল নেমেছিল। এই কলেজের পড়ুয়ারা ভক্তিভরে পুষ্পাঞ্জলি, আরতি, প্রসাদ বিতরণে অংশ নেয়। আবৃত্তি, সঙ্গীত, নৃত্যানুষ্ঠানের মাধ্যমে দিনটি উপভোগ করা হয়। পুজো ঘিরে পড়ুয়া ও শিক্ষকদের দূরত্ব ঘুচে যায়। চলে আলাপচারিতা। সেইসঙ্গে সেলফি তোলার হিড়িক। মনোরম পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে বহু মানুষ কলেজ চত্বরে ভিড় জমাতে শুরু করেন। সরস্বতী পুজো ঘিরে এই কলেজে সোমবারের উন্মাদনা যেন দুর্গাপুজোকেও হার মানায়। পুজো দেখতে বহু দর্শনার্থী আসায় খুশি কলেজ কর্তৃপক্ষও।সোমবার কলেজের পুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে এসেছিল ছাত্রী রিম্পা জানা, রেবতী পাত্র ও কৃষ্ণা সাঁতরা। তাঁরা তিনজনই এই কলেজে ইতিহাসে মাস্টার্স করছেন। তাঁরা বললেন, এই কলেজে বিএ প্রথম বর্ষ থেকেই আমরা পড়ে আসছি। কিন্তু এবছর সরস্বতী পুজো আয়োজন ঘিরে যে সুন্দর আয়োজন দেখা গেল, তা আগে কখনও দেখা যায়নি। আনন্দঘন পরিবেশে আমরা পুষ্পাঞ্জলি দিলাম।কলেজের অধ্যক্ষ মন্টুকুমার দাস বলেন, বুধবার দুপুরে কলেজে পুজো উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরই প্রতিমা নিরঞ্জন করা হবে। আগামী শুক্রবার পুজো উপলক্ষ্যে প্রীতিভোজের আয়োজন রাখা হয়েছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)