• লালগড়ে পাতকুয়োয় পড়ে যাওয়া হস্তীশাবক উদ্ধার বনকর্মীদের
    বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝোপঝাড়ের ভিতর ছিল পাতকুয়ো। তা বুঝতে পারেনি হস্তীশাবক। সোমবার রাতে মায়ের সঙ্গে ঘুরতে ঘুরতে সেটি পাতকুয়োয় পড়ে যায়। শাবককে কুয়ো থেকে তুলতে না পেরে মা হাতিটি চিৎকার শুরু করে। সন্তানকে বাঁচানোর জন্য হাতিটির প্রাণপণ চেষ্টা দেখে গ্রামবাসীরা তাড়াতাড়ি বনবিভাগে খবর দেন। অবশেষে বনকর্মীরা এসে হস্তীশাবকটিকে উদ্ধার করে। অবশেষে শাবকটি মায়ের সঙ্গে জঙ্গলে ফিরে যায়। মেদিনীপুর বনবিভাগের লালগড় রেঞ্জের ভাউদি বিটে সপ্তাহখানেক ধরে ৭০-৭৫টি হাতির একটি দল ঘুরে বেড়াচ্ছে। পিড়রাকুলি, আজনাশুলি, চালপুড়ার জঙ্গল থেকে রাত হলেই হাতি বেরিয়ে আসছে। জয়পুর, মালধা, পিড়াকাটা, মাহাতপুর, পাথরনালা, বালিবাঁধের জঙ্গল লাগোয়া আলুর জমিতে হাতি হানা দিচ্ছে। হাতি জমির আলু নষ্ট করায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ।


    তবে এদিন হাতির পাল তাড়াতে গিয়ে গ্ৰামবাসীরা থমকে যান। মা হাতিটির শাবককে বাঁচানোর চেষ্টা দেখে তাঁদের মন গলে যায়। হস্তীশাবকটিকে বাঁচাতে তাঁরা বনদপ্তরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বনকর্মীরা এসে আর্থমুভার দিয়ে পাতকুয়ো কেটে হস্তীশাবকটিকে উদ্ধার করে। এলাকার বাসিন্দা হরশংকর মাহাত বলেন, সপ্তাহখানেক ধরে হাতির দল রাত হলেই জঙ্গল থেকে বেরিয়ে আলু খেতে চলে আসছে। আলুর পুরো জমি তছনছ করছে। সোমবার রাতে সাত-আটটা হাতি এলাকায় ঢুকেছিল। তার মধ্যে একটি হস্তীশাবক কুয়োয় পড়ে যায়। আমাদের ফসলের ক্ষতি হয়েছে ঠিকই। তবে মা হাতিটা তার বাচ্চা ফিরে পাওয়ায় আমরা খুশি। লালগড়ের রেঞ্জ অফিসার লক্ষ্মীকান্ত মাহাত বলেন, আলুর জমিতে যাওয়ার সময় পিড়রাকুলি গ্রাম লাগোয়া ঝোপঝাড়ে থাকা একটি পাতকুয়োয় হস্তীশাবকটি পড়ে গিয়েছিল। খবর পেয়ে দমকল, পুলিস, হুলাপার্টি ও আর্থমুভার নিয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছই। ওই দলে সাতটি হাতি ছিল। তার মধ্যে মা হাতিটি খুবই উত্তেজিত হয়ে পড়েছিল। হস্তীশাবকটিকে উদ্ধার করে মা হাতির কাছে ফিরিয়ে দেওয়া হয়।
  • Link to this news (বর্তমান)