সংবাদদাতা, দার্জিলিং: কার্শিয়াংয়ে সুবেদারবস্তিতে অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে জমিতে কাজ করতে গিয়ে ওই দেহটি লক্ষ্য করেন স্থানীয় এক বাসিন্দা। খবর পেয়ে কার্শিয়াং থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এলাকায় এনিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এখনও ওই মৃতের পরিচয় জানা যায়নি। তা জানার চেষ্টা চলছে। মৃতদেহের একাংশে পচন ধরেছে।