• কুম্ভমেলায় গিয়ে নিখোঁজ হরিশ্চন্দ্রপুরের বৃদ্ধ
    বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: কুম্ভমেলায় পুণ্যস্নানে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন ৭৮ বছরের এক বৃদ্ধ। এনিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা। কবে বাড়ি ফিরবেন সেই আশায় দরজায় বসে অশ্রুসজল নয়নে অপেক্ষায় রয়েছেন স্ত্রী। জানা গিয়েছে, নিখোঁজ ব্যক্তির নাম বলদেব সিং। তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের মালিবাড়ি গ্রামে। তিনি ২৭ জানুয়ারি পরিবারের সঙ্গে ট্রেনে করে প্রয়াগরাজ যান। সঙ্গে গ্রামের আরও লোকজন ছিল। তিনি ১ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ হয়ে যান। সেখানকার পুলিস ও প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন পরিবার ও সঙ্গের লোকজন। তাঁর কোনও খোঁজ না পাওয়ায় সকলেই বাড়ি ফিরে এসেছেন। নিখোঁজ বৃদ্ধর ছেলে হীরন সিং বলেন, শনিবার থেকে বাবার খোঁজ পাওয়া যাচ্ছে না। সবাই বাড়ি ফিরেছেন। বড় দুশ্চিন্তায় আছি।
  • Link to this news (বর্তমান)