সংবাদদাতা, কালিয়াচক: পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা গৃহবধূর। মৃত বধূর নাম জুলি মণ্ডল (২৬)। তিনি কালিয়াচক থানা এলাকার আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মিলিক সুলতানপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর থেকে নানা বিষয় নিয়ে দম্পতির মধ্যে ব্যাপক বচসা হত। জুলির স্বামী অর্জুন মণ্ডল বাড়িতে ছিলেন না। সেই সময় জুলি কীটনাশক খান। তাঁর স্বামী বাড়ি ফিরতেই বিষয়টি জানতে পেরে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুলিকে মৃত ঘোষণা করেন। যদিও জুলিকে তাঁর স্বামী এবং পরিবারের অন্য সদস্যরা খুন করেছেন বলে অভিযোগ করেছেন বাপের বাড়ির লোকজন। তাদের দাবি, প্রায়ই পণের দাবি করত জামাই। না দিলেই জুলিকে মারধর করত।