সংবাদদাতা, ময়নাগুড়ি: দুই ভাইপোর মারধরে জখম হলেন কাকা। লোহার রডের আঘাতে কপাল ফাটে কাকার। এমনকী খুড়তুতো ভাইকেও রড দিয়ে মারার অভিযোগ ওঠে জেঠতুতো দুই দাদার বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে ময়নাগুড়ি ব্লকের আমবাড়ি গ্রামে। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যর ছড়ায় এলাকায়। ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে এদিনই দুই ভাইপোর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আহত কাকা অধন্য মণ্ডল।
মঙ্গলবার সকালে অধন্য মণ্ডলের ছেলে ভজন মণ্ডল তাঁদের সীমানায় পিলার বসাতে খোঁড়াখুঁড়ি করছিলেন। অভিযোগ, সেই সময় তাঁর দুই জেঠতুতো দাদা পবিত্র মণ্ডল ও পরিমল মণ্ডল হঠাৎ করে হাজির হয়। এক-দু’কথায় দু’পক্ষের মধ্যে তুমুল বচসা হয়। অভিযোগ, হঠাৎই ভজনকে আক্রমণ করে ওরা। রড দিয়ে মারা হয় ভজনের পায়ে। ছেলের উপর হামলা হয়েছে দেখে ঘটনাস্থলে চলে আসেন অধন্যবাবু। সেই সময় তাঁকেও লোহার রড দিয়ে কপালে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তা দেখতে পেয়ে সেখানে চলে আসেন।
এদিকে, কাকা রক্তাক্ত হতেই অভিযুক্ত দুই ভাই ঘটনাস্থল থেকে চম্পট দেয়। আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। অধন্য মণ্ডলের মাথায় সেলাই পড়েছে। তিনি বলেন, আমাদের সীমানায় পিলার পোঁতাকে কেন্দ্র করে আমার দুই ভাইপো হঠাৎ করেই আমার এবং আমার ছেলের উপর আক্রমণ করে। ভাইপোরা আমার কপাল ফাটিয়ে দিয়েছে। ওদের দু’জনের নামে ময়নাগুড়ি থানায় অভিযোগ জানিয়েছি। ওদের
কঠোর শাস্তির দাবি পুলিসের কাছে রেখেছি।
অভিযুক্তরা বলেন, আমাদের বিরুদ্ধে নিয়ে আসা অভিযোগ ভিত্তিহীন। কাকা আমাদের সীমানায় থাকা খুঁটি তুলে দিচ্ছেলেন। আমরা বাধা দিয়েছিলাম। পাল্টা কাকা ধারালো অস্ত্র নিয়ে এসেছিলেন। পুলিস তদন্ত করলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। ময়নাগুড়ি থানা সূত্রে জানা গিয়েছে, অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্ত চলছে।