• তিস্তা নদীতে ঝাঁকে ঝাঁকে ভেসে উঠল মাছ, বিষক্রিয়ার আশঙ্কা
    বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মঙ্গলবার সাতসকালে খবর চাউর হয়, তিস্তা থেকে ঝাঁকে ঝাঁকে মাছ উঠে আসছে ডাঙায়। এই খবর পেয়ে অনেকেই ভিড় জমান জলপাইগুড়িতে তিস্তাপাড়ে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সারদাপল্লি এলাকায় তিস্তায় ভাসছে বোয়াল, ট্যাংরা, খোকসা, রিঠা, বোরোলি সহ অন্তত সাত-আট প্রজাতির মাছ। কিছু মাছ আবার একেবারে ডাঙায় চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে ওই মাছ ধরতে ভিড় জমে যায় নদীতে। তিস্তার এক ও দু’নম্বর স্পারের সোজাসুজি প্রায় দু’কিমি বালির চর পেরিয়ে বহু মানুষ ওই মাছ বাড়ি নিয়ে যেতে ভিড় জমান। 


    এলাকার বাসিন্দারা বলেন, ২০১১ সালে যখন জলপাইগুড়ি শহরের উপর দিয়ে বয়ে যাওয়া করলা নদীতে বিষক্রিয়া দেখা দিয়েছিল, তখনও এভাবে ঝাঁকে ঝাঁকে মাছ ভেসে উঠতে দেখেছিলেন তাঁরা। সেসময় প্রায় ৫৬ প্রজাতির মাছ ভেসে ওঠে করলায়। ওই ঘটনার পর থেকে করলায় বহু মাছের প্রজাতি চিরতরে হারিয়ে গিয়েছে। ওই অভিজ্ঞতা থেকে তাঁরা মনে করছেন, তিস্তাতেও বিষক্রিয়ার জেরে এদিন এমন ঘটনা ঘটেছে। খবর পৌঁছয় জেলা মৎস্যদপ্তরে। সেখান থেকে অম্লান দাশগুপ্ত ও নীলেষ্মা গুরুং নামে দুই আধিকারিক বিষয়টি খতিয়ে দেখতে তিস্তায় আসেন। জল পরীক্ষা করে প্রাথমিকভাবে তাঁদেরও সন্দেহ, বিষক্রিয়ার জেরে এমনটা হয়েছে। সূত্রের খবর, এরপর তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষকে কিছুটা জল ছাড়তে বলা হয়। নদীর পাড়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন মৎস্য আধিকারিকরা। দুপুরের পর নদীতে জল বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


    জলপাইগুড়ি জেলা মৎস্য আধিকারিক অমিত সরকার বলেন, জলে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার কারণে অনেক সময় মাছ ভেসে ওঠে। আবার নদীতে বিষক্রিয়ার জেরেও এমন ঘটনা ঘটতে পারে। আমাদের দু’জন আধিকারিক ঘটনাস্থলে গিয়েছিলেন। নদীতে জলের পরিমাণ বেড়ে যাওয়ায় এদিন দুপুরের পর থেকে আর তিস্তায় মাছ ভেসে উঠছে না। পরিস্থিতির উপর নজর রাখছি আমরা। কেন এমনটা হল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।


    তিস্তাপাড়ের বাসিন্দাদের বক্তব্য, গত কয়েক বছরে সেভক থেকে জলপাইগুড়ির মধ্যে বেশ কয়েকবার এই পাহাড়ি নদীতে মাছ ভেসে ওঠার ঘটনা ঘটেছে। দু’বছর আগে সিকিমে হ্রদ বিপর্যয়ের পর তিস্তায় সেনাবাহিনীর প্রচুর গোলাবারুদ, তেল মিশেছে। তাছাড়া দূষণ তো আছেই। কেউ আবার ইচ্ছা করে বিষ প্রয়োগ করতে পারে। আচমকা কেন এদিন তিস্তায় ঝাঁকে ঝাঁকে মাছ ভেসে উঠল তা নিয়ে তদন্ত হওয়া উচিত।
  • Link to this news (বর্তমান)