• ফের রেকর্ড গড়ল  সোনার দাম
    বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার বন্ধ ছিল সোনার পাইকারি বাজার। মঙ্গলবারই সোনার দাম ফের রেকর্ড গড়ল কলকাতায়। এদিন শহরে ২৪ ক্যারেট বিশুদ্ধতার খুচরো সোনার ১০ গ্রামের দর পৌঁছায় ৮৩ হাজার ৭৫০ টাকায়। এর আগে শনিবার বাজারে দর ছিল ৮৩ হাজার ১৫০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য দিয়েছে। গয়না সোনা, অর্থাৎ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম এদিন পৌঁছে গিয়েছে ৭৯ হাজার ৬০০ টাকায়। এদিন দিল্লিতে ১০ গ্রাম সোনার সর্বোচ্চ দর গিয়েছে ৮৫ হাজার ৮০০ টাকা। উল্লেখ্য, এই দরগুলির সঙ্গে ৩ শতাংশ হারে জিএসটি’ও যুক্ত হবে।
  • Link to this news (বর্তমান)