সাইবার প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, টাকা ফেরাল পুলিস
বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: ‘কেওয়াইসি আপডেট’ করার নামে সাইবার প্রতারকদের খপ্পরে পড়েন এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। তাঁর ৫ লক্ষ ১৬ হাজার টাকা খোয়া যায়। তদন্তে নেমে মঙ্গলবার প্রথম দফায় উদ্ধার করা ৫০ হাজার টাকা প্রতারিতকে ফিরিয়ে দিল অশোকনগর থানা।
পুলিস জানিয়েছে, অবসরপ্রাপ্ত সরকারি কর্মী দীপঙ্কর চট্টোপাধ্যায়ের বাড়ি অশোকনগরের বনবনিয়া গাঙ্গুলি মোড়ে। ৮ জানুয়ারি তাঁর কাছে একটি ফোন আসে। সেখানে ব্যাঙ্কের কেওয়াইসি আপডেট করার কথা বলা হয়। যাবতীয় তথ্য ফোনে জানতে পেরে প্রতারককে বিশ্বাস করেন দীপঙ্করবাবু। এরপর ফোনে আসা ওটিপি শেয়ার করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁর অ্যাকাউন্ট থেকে ৩৬ হাজার টাকা উঠে যায়। তড়িঘড়ি নিজের ব্যাঙ্কে গিয়ে জানতে পারেন, শুধু সেভিংস নয়, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট থেকেও গায়েব হয়েছে টাকা। মোট ৫ লক্ষ ১৬ হাজার টাকা উধাও। এরপর অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তদন্ত চালিয়ে মঙ্গলবার খোয়া যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করে দীপঙ্করবাবুকে ফিরিয়ে দেয় পুলিস। দীপঙ্করবাবু পুলিসকে ধন্যবাদ জানিয়ে বলেন, টাকা ফেরতের আশা ছেড়েই দিয়েছিলাম। আশা করছি, বাকি টাকাও তারা উদ্ধার করবে।-নিজস্ব চিত্র