পান, গুটখার পিক ফেলা রুখতে কড়া আইন তৈরিতে আগ্রহী রাজ্য
বর্তমান | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পান, গুটখার পিক ফেলে জনসাধারণের ব্যবহার্য জায়গা নোংরা করা রুখতে কড়া আইন আনতে চাইছে রাজ্য সরকার। কিছু লোকের এই জঘন্য প্রবণতায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রের খবর, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত আইন তৈরির জন্য বিধানসভায় বিল আনার কথা বলেন মুখ্যমন্ত্রী। নিয়ম লঙ্ঘনে জরিমানার ব্যবস্থা থাকবে এই আইনে। রাজ্যের বাজেট অধিবেশনে এজন্য বিল আনা হতে পারে।
উল্লেখ্য, জনসাধারণের ব্যবহার্য জায়গায় ও গণ পরিবহণে থুতু ফেলা, ধূমপান প্রভৃতি বন্ধ করতে বাম আমলে একটি আইন তৈরি হয়। ২০০১ সালের ওই আইনটির নাম ‘ওয়েস্ট বেঙ্গল প্রহিবিশন অব স্মোকিং অ্যান্ড স্পিটিং অ্যান্ড প্রোটেশন অব হেলথ অব নন স্মোকারস অ্যান্ড মাইনর’। এই আইন অনুযায়ী সরকার যে কোনও স্থানকে সাধারণ মানুষের ব্যবহার্য জায়গা হিসেবে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। ওই আইনের সংশোধন হবে, নাকি একেবারে নতুন আইন আনা হবে, তা চূড়ান্ত হবে কিছুদিনের মধ্যেই।