নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: মঙ্গলবার আরামবাগের হরাদিত্য এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ার। ওই ঘটনায় জখম হয়েছেন আরও এক ব্যক্তি। পুলিস জানিয়েছে, মৃতার নাম মালতি হেমব্রম (৫৫)। বাড়ি আরামবাগের শ্যামগ্রামে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে আরামবাগগামী এক পিকআপ ভ্যান হরাদিত্য এলাকায় দাঁড়িয়ে থাকা ওই প্রৌঢ়া ও ব্যক্তিকে ধাক্কা মারে। তার জেরে তাঁরা গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা ও পুলিস উদ্ধার করে তাঁদের আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মালতিদেবীকে মৃত বলে ঘোষণা করেন। জখম ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। এলাকার পঞ্চায়েত প্রধান পার্থ হাজারি বলেন, মৃত ও জখম দুজনই দিনমজুর। জখম ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় রেফার করা হয়েছে। আমরা পরিবারগুলির পাশে রয়েছি।