নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আপাতত কলকাতাসহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার ওঠা-নামা অব্যাহত থাকবে। তবে ফেব্রুয়ারি প্রথমার্ধে সর্বনিম্ন তাপমাত্রা মাঝে মাঝে কমলেও কলকাতা ও সংলগ্ন এলাকায় কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী শনিবার নাগাদ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কমে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে আসতে পারে বলে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। মঙ্গলবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা সোমবারের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস কমে ১৭.৪ ডিগ্রি কম হয়। আজ বুধবারও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির আশপাশে থাকবে। বৃহস্পতিবার ফের তাপমাত্রা কিছুটা বাড়বে। ফের বঙ্গোপসাগর থেকে দখিনা বাতাস বেশি পরিমাণে জলীয় বাষ্প টেনে আনার জন্য বৃহস্পতিবার ঘন থেকে মাঝারি কুয়াশা পড়তে পড়তে পারে। শুক্রবার তাপমাত্রা সামান্য কমবে। শনিবার তাপমাত্রা অনেকটা কমে ১৬ ডিগ্রির আশপাশে আসতে পারে।