নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়ার জয়পুরে নাবালিকাকে ধর্ষণ ও খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় নিম্ন আদালতকে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে এই ঘটনায় রাজ্য পুলিসের তদন্তে সন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
গত বছর জুলাই মাসের ঘটনা। বাড়ির পাশেই একটি বারোয়ারি পুজোর প্রতিমা নিরঞ্জন দেখতে গিয়েছিল ষষ্ঠ শ্রেণির পড়ুয়া ওই কিশোরী। রাত ১০টা বেজে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরের দিন সকালে কিশোরীর বাবা জয়পুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্ত নামে। অভিযোগের ভিত্তিতে বছর বাইশের এক প্রতিবেশী যুবককে আটক করে পুলিস। পুলিসের দাবি ছিল, নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করে একটি জমির মধ্যে মাটি চাপা দিয়েছে সে। জয়পুর থানা গিয়ে ছাত্রীর দেহ উদ্ধার করে। পরে যুবককে গ্রেপ্তার করা হয়। ঘটনায় পুলিসি তদন্তে অনাস্থা প্রকাশ করে হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। সেই ঘটনায় কেস ডায়েরি তলব করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সম্প্রতি মামলার শুনানিতে রাজ্যের তরফে কেস ডায়েরি দাখিল করে জানানো হয়, তদন্ত প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। মাত্র পাঁচজন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা বাকি রয়েছে। সেইসঙ্গে ময়নাতদন্ত এবং ফরেনসিক রিপোর্ট পেশ করে রাজ্য। সবকিছু খতিয়ে দেখে তদন্ত প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে বিচারপতি ঘোষ জানিয়ে দেন, এই অবস্থায় পুলিসি তদন্তে হাইকোর্ট হস্তক্ষেপ করছে না। বিচারপতি নির্দেশে জানিয়ে দেন, উলুবেড়িয়া মহকুমা আদালতকে দ্রুত এই মামলার বিচার প্রক্রিয়া শেষ করতে হবে।