• আলিপুরদুয়ারে বিধ্বংসী আগুনে পুড়ে খাঁক আটটি দোকান ও বাড়ি
    প্রতিদিন | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • রাজ কুমার, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার শহরের প্রাণকেন্দ্র নিউটাউনে বিধ্বংসী আগুন। তার জেরে ভস্মীভূত আটটি দোকান। আগুনে পুড়ে গিয়েছে এলাকার একটি বাড়িও। মঙ্গলবার মধ্যরাতে এই আগুন লাগে। ঘটনার পরই আতঙ্ক দেখা দেয় এলাকায়।

    পুলিশ ও দমকল সূত্রে পাওয়া খবর অনুসারে, মধ্যরাত দেড়টা নাগাদ স্থানীয় বাসিন্দারা প্রথমে পোড়া গন্ধ অনুভব করেন। বাইরে বেরিয়ে দেখা যায় এলাকার বেশ কিছু দোকানে আগুন লেগেছে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা অনেকটাই বেশি ছিল। দোকানগুলির পাশেই একটি দোতলা বাড়ি ছিল। সেখানেও আগুন ছড়িয়ে যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। 

    ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌছয়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় শেষপর্যন্ত ওই আগুন নিয়ন্ত্রণে আসে। ওই বাড়ির বাসিন্দাদের আগেই নিরাপদে বাইরে বার করে আনা হয়েছিল। এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। পুড়ে যাওয়া দোকানগুলির মধ্যে স্টেশনারি, বইখাতা, ইলেক্ট্রিকের সরঞ্জাম বিক্রির দোকান ছিল। বাড়ি ও দোকানগুলি সবই ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর।

    কিন্তু আগুন লাগল কিভাবে? স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তার ধারের বিদ্যুতের পোল থেকে এই আগুনের ঘটনা ঘটে। যদিও দমকল আধিকারিকরা গোটা বিষয়টি খতিয়ে দেখছে। শর্টসার্কিট নাকি অন্য কোনও বিষয়? সেসব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। আলিপুরদুয়ার থানার পুলিশও ঘটনাস্থলে যায়। তারাও ঘটনার তদন্ত করছে। এই ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি। বুধবার সকালে ওই এলাকায় দোকানিরা ভিড় করেন। সব হারিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন।
  • Link to this news (প্রতিদিন)