• মুর্শিদাবাদে চার দেশি পিস্তল-পাইপগান, কার্তুজ-সহ ধৃত ৩
    প্রতিদিন | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • অতুলচন্দ্র নাগ, ডোমকল: মুর্শিদাবাদ যেন আগ্নেয়াস্ত্রের আতুঁরঘর! চার দেশি পিস্তল-পাইপগান, তাজা কার্তুজ-সহ গ্রেপ্তার মোট তিন দুষ্কৃতী। মঙ্গলবার দুটি আলাদা অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে মুর্শিদাবাদ পুলিশ। এগুলি কোথা থেকে এল, কী উদ্দেশে আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

    জানা গিয়েছে, সাগর পাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। ধৃতরা হল ডালিম শেখ এবং মিঠুন সরকার। তেলেপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে ডালিমের কাছ থেকে ৮ ইঞ্চি লম্বা একটি সেমি অটোম্যাটিক দেশি পিস্তল এবং দুটি কার্তুজ উদ্ধার হয়। একই এলাকা থেকে মিঠুন সরকারকেও গ্রেপ্তার করে পুলিশ। তার কাছে ১১ ইঞ্চি লম্বা একটি পাইপগান এবং ১ রাউন্ড গুলি উদ্ধার হয়। সবকটিই বেআইনি অস্ত্র বলে জানিয়েছে পুলিশ। তাদের আদালতে তোলা হলে ৫ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
  • Link to this news (প্রতিদিন)