• বিবাদী বাগে আদালতে চত্বরে পড়ে পুলিশ কর্মীর গুলিবিদ্ধ দেহ
    প্রতিদিন | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • নিরুফা খাতুন: খাস কলকাতার আদালত চত্বর থেকে পুলিশ কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মহত্যা করেছেন তিনি। ইতিমধ্যে বিবাদী বাগের সিটি সিভিল কোর্ট বা নগর দায়রা আদালত চত্বর ঘিরে ফেলেছে পুলিশ। স্নিফার ডগ নিয়ে গিয়ে তদন্ত শুরু হয়েছে। রয়েছেন খোদ ডিসি সেন্ট্রালও।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গোপাল নাথ। এদিন সকাল সাতটা নাগাদ নগর দায়রা আদালতের নিচের তলায় সিঁড়ির পাশে একটি চেয়ারে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁর কপালের পাশে গুলি লাগার চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিজের ৯ এমএম সার্ভিস রিভলবার থেকে গুলি ছুড়ে আত্মঘাতী হয়েছেন। জানা গিয়েছে, গোপাল নাথ নগর দায়রা আদালতের এক বিচারকের দেহরক্ষী হিসেবে নিযুক্ত ছিলেন। কিন্তু কী কারণে তিনি চরম পদক্ষেপ করলেন তা এখনও স্পষ্ট নয়। তবে রহস্যমৃত্যুর কিনারা করতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। 

    খবর পেয়ে ঘটনাস্থলে আসে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। পাশাপাশি হোমি সাইড শাখার আধিকারিকরাও উপস্থিত হয়েছেন। রয়েছে পুলিশ কুকুরও। ইতিমধ্যে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)