ফের লোকাল ট্রেনে ভোগান্তি। জানা গিয়েছে, কাঁকুড়গাছিতে একটি পয়েন্ট খারাপ হয়ে যাওয়াতেই ট্রেন চলাচল ব্যাহত হয়। দমদম থেকে শিয়ালদহে ডাউন ট্রেনগুলি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। শিয়ালদহ পর্যন্ত ট্রেন না আসায় চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়েছেন যাত্রীরা।
রেল সূত্রে জানা গিয়েছে, ওই লাইনের বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেনকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।
পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক (ভারপ্রাপ্ত) দীপ্তিময় দত্ত ‘এই সময় অনলাইন’-কে বলেন, 'কাঁকুড়গাছিতে একটি পয়েন্ট খারাপ হয়েছে। ঠিক কোথায় সমস্যা হয়েছে, তা খুঁজে বের করতে কিছুটা সময় লাগছে। এর ফলে মূলত মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।