কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ড। বুধবার দুপুরে এয়ারপোর্টের ১০ নম্বর গেটের কাছে একটি ফ্লেক্সে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে সেটি। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। জানা গিয়েছে, ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, এ দিন থেকেই শুরু হচ্ছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। একে একে শিল্পপতিদের পৌঁছনোর কথা রয়েছে কলকাতায়। পাশাপাশি ব্যস্ত দিনে অসংখ্য যাত্রী উড়ান ধরার জন্য এই মুহূর্তে রয়েছেন বিমানবন্দরে। ফলে আগুনের জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে সকলের মধ্যে। তবে কোনও হতাহতের খবর নেই।
জানা গিয়েছে, বিমানবন্দরের কনভেয়ার বেল্টের কাছে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। কাজ চলাকালীন আগুনের ফুলকি থেকেই ফ্লেক্সে আগুন ধরে যায় বলে অনুমান।