• ‘সুপ্রিম কোর্ট নির্দেশ দিলে তবেই দৃষ্টি আকর্ষণ করুন’, আরজি করের নির্যাতিতার মা-বাবাকে জানাল হাইকোর্ট
    এই সময় | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • CBI-এর তদন্তে ত্রুটির অভিযোগ তুলে নতুন করে তদন্ত চেয়েছেন আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের শিকার হওয়া তরুণী চিকিৎসকের বাবা-মা। কলকাতা হাইকোর্টে দায়ের করা সেই মামলার শুনানি পিছিয়ে দেওয়ার জন্য এ বার আবেদন জানালেন তাঁরা।

    নিহত তরুণী চিকিৎসকের পরিবারের আইনজীবীর বক্তব্য, ‘আমরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে জানতে চেয়েছিলাম, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নতুন মামলা শুনতে পারে কি না। কিন্তু শীর্ষ আদালত এখনও তার শুনানি করেনি। তাই কলকাতা হাইকোর্টে দায়ের করা এই আবেদনের শুনানি পিছিয়ে দেওয়ার জন্য সিঙ্গেল বেঞ্চের কাছে আর্জি জানিয়েছি।’

    বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, সুপ্রিম কোর্টে মামলা শুনে কী নির্দেশ দেয় তা জেনেই হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে হবে।

    শিয়ালদহ আদালত আরজি করে ধর্ষণ ও খুনের মামলার রায় দেওয়ার আগেই কলকাতা হাইকোর্টে একটি আবেদন করেছিলেন নিহত নির্যাতিতার বাবা-মা। CBI তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাঁরা। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এই আবেদন করা হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে হওয়া শুনানিতে বিচারপতি জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি চলছে তাই তিনি এখনই এই মামলা শুনবেন না। সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয় তবেই কলকাতা হাইকোর্টে নিহত চিকিৎসকের মা-বাবার আবেদনের শুনানি হবে বলেও জানান বিচারপতি।

    বুধবারও মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্যাতিতার পরিবারের আইনজীবীকে নির্দেশ দেয়, শীর্ষ আদালতে মামলার শুনানি হওয়ার পর তবেই যেন হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। তার পরই হাইকোর্টে এই মামলার শুনানি হবে।

  • Link to this news (এই সময়)