• সিঙ্গল থেকে ডিভিশন, আরজি কর দুর্নীতি মামলার চার্জ গঠন পিছোতে হাইকোর্টের দুই বেঞ্চেই সন্দীপ
    এই সময় | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • আরজি কর দুর্নীতি মামলায় বুধবার নিম্ন আদালতে চার্জ গঠনের শুনানি রয়েছে। তার আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। যদিও তাতে খুব একটা সুরাহা হলো না তাঁর। প্রধান বিচারপতি শুধু অনুমতি দিলেন, বেলা ১টা ১৫-এর মধ্যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আগের নির্দেশ রিভিউ বা মডিফিকেশনের শুনানি চেয়ে আবেদন করতে। সন্দীপের আইনজীবী বুধবারই একক বেঞ্চে শুনানির জন্য নির্দেশের আর্জি জানিয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করলেও, সেই দ্রুত শুনানির আবেদন গ্রাহ্য হয়নি ডিভিশন বেঞ্চে।

    এ দিন প্রথমে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে এবং পরে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন সন্দীপ। কিছু দিন আগেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছিলেন, ৬ ফেব্রুয়ারির মধ্যে আরজি কর দুর্নীতি মামলার চার্জ গঠন প্রক্রিয়া শুরুর চেষ্টা করতে হবে। এ দিন সন্দীপের আইনজীবী প্রথমে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে যান।

    ট্রায়ালের জন্য সময় বাড়ানোর আবেদন জানাতে গিয়ে সন্দীপের আইনজীবী দাবি করেন, প্রায় ১৫ হাজার পাতার নথি সিবিআই দিয়েছে। যার সব এখনও খতিয়ে দেখার সুযোগ হয়নি। তাই বিচারপতি ঘোষের আগের দেওয়া নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে।

    যদিও এই আবেদনে বিরক্ত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘এই নিয়ে দু’বার একই আবেদন করলেন। আমি খুব জেনে বুঝে ওই নির্দেশ দিয়েছি। ওই নির্দেশের কোনও পরিবর্তন হবে না। বরং নিম্ন আদালতে গিয়ে বিচারে সহযোগিতা করুন।’

    এর পরই সন্দীপের আইনজীবী প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে যান। আইনজীবীর বক্তব্য, হাইকোর্টের একক বেঞ্চ তাঁদের বক্তব্য না শুনেই সাত দিনের মধ্যে ট্রায়াল শুরুর নির্দেশ দিয়েছে। এই নির্দেশ একপেশে বলেও দাবি করেন সন্দীপের আইনজীবী।

    প্রথমে একক বেঞ্চেই রিভিউ করার পরামর্শ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। পরে জানানো হয়, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলা শুনবে। এর পরই নির্দেশ দেওয়া হয়, দুপুর সওয়া ১টায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আগের নির্দেশের পুনর্বিবেচনা চেয়ে আবেদন জানাতে।

  • Link to this news (এই সময়)