কলকাতা বিমানবন্দরের ইন্টারন্যাশনাল কার্গোতে বুধবার সিআইএসএফ-এর কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ইন্টারন্যাশনাল কার্গোর সিআইএসএফ ব্যারাক থেকে ওই কনস্টেবলের দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, মৃতের নাম রঘুনাথ পাল। তাঁর বাড়ি বর্ধমানে। কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে এনএসসিবিআই থানার পুলিশ।
সূত্রের খবর, ব্যারাকের সিআইএসএফ জওয়ানরাই প্রথম রঘুনাথ পালের ঝুলন্ত দেহ দেখতে পান। এর পরই এনএসসিবিআই থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে ঝুলন্ত মৃতদেহ দেহটি উদ্ধার করে। তাঁর বেশ কয়েক জন সহকর্মীর সঙ্গে কথাও বলে পুলিশ।
জানা গিয়েছে, রঘুনাথ পালের বয়স ৪০ বছর। বর্ধমানের হীরাপুরের বাসিন্দা ছিলেন তিনি। কলকাতা বিমানবন্দর লাগোয়া শরৎ কলোনিতে ঘর ভাড়া নিয়ে থাকতেন রঘুনাথ। আন্তর্জাতিক কার্গোর চার তলায় জওয়ানদের থাকার যে ব্যারাক আছে, সেখানে বুধবার সকালে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, বাজারে প্রচুর টাকা ঋণ ছিল ওই জওয়ানের। সেই কারণে তিনি আত্মঘাতী হন।
গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে এ রকমই এক অঘটন ঘটে কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দরের ডিপারচার ফ্লাইওভার থেকে এক যাত্রী ঝাঁপ দেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। ২৩ জানুয়ারি ইম্ফল থেকে কলকাতা এসেছিলেন ওই যাত্রী। এক মাসের মধ্যে ফের অঘটন।