• স্ত্রী, শিশুকন্যাকে খুনে ফাঁসির সাজা যুবকের
    আনন্দবাজার | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • স্ত্রী ও দেড় বছরের কন্যাসন্তানকে কুড়ুলের কোপে খুনে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি জেলা আদালত। মঙ্গলবার। মামলার সহকারী সরকারি আইনজীবী প্রসেনজিৎ দেব বলেন, ‘‘মোট ১৩ জন আদালতে এসে সাক্ষী দিয়েছিলেন। ফাঁসির সাজার পাশাপাশি আত্মহত্যার চেষ্টা করার জন্য দোষীকে এক বছর কারাদণ্ডও দেওয়া হয়েছে।’’

    ২০২৩ সালের ২৭ মার্চ ডুয়ার্সের নাগরাকাটা থানা এলাকার লুকসান চা বাগানের আট নম্বর শ্রমিক লাইন থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পড়শিদের অভিযোগ, সে দিন সকালে লাল সিংহ ওরাওঁকে রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে পড়ে থাকতে দেখা যায়। তাঁর স্ত্রী শাখি (২৭) ও মেয়ে মমতার (১৮ মাস) রক্তাক্ত মৃতদেহ ঘর থেকে উদ্ধার করা হয়। শাখির মা বুধনি ওরাওঁ নাগরাকাটা থানায় খুনের অভিযোগ জানান। পুলিশ বছর আটত্রিশের লালকে গ্রেফতার করে তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে, টাকা নিয়ে ওই দম্পতির মধ্যে সমস্যা হয়েছিল। তার জেরে, কুড়ুল দিয়ে স্ত্রী ও কন্যাকে খুন করে ছুরির আঘাতে আত্মহত্যার চেষ্টা করে লাল। ঘটনার দিন দম্পতির চার বছরের সন্তান দাদু-দিদার বাড়িতে ছিল।

    জেলা আদালতের অতিরিক্ত জেলা বিচারক (তৃতীয় কোর্ট) অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজার নির্দেশ দিয়েছেন। পুলিশ জানায়, জোড়া খুনের ঘটনার তদন্ত দ্রুত শেষ করে চার্জশিট জমা দেওয়া হয়। জেলা পুলিশ সুপার উমেশ গণপত খণ্ডবহালের দাবি, তদন্তকারী পুলিশ আধিকারিক অল্প সময়ের মধ্যে তদন্ত সম্পূর্ণ করে আদালতে সব তথ্য জমা দিয়েছেন। তাই নিহত মহিলার পরিবার দ্রুত বিচার পেয়েছে। অভিযুক্ত পক্ষের আইনজীবী জানিয়েছেন, প্রয়োজনে, হাই কোর্টের দ্বারস্থ হবেন।

  • Link to this news (আনন্দবাজার)