• এখনও অসুস্থ কালীঘাটের ‘কাকু’! পাওয়া গেল না কণ্ঠস্বরের নমুনা, বুধেও খালি হাতে ফিরল সিবিআই
    আনন্দবাজার | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • এখনও অসুস্থ সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। বুধবারও তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারল না সিবিআই। প্রেসিডেন্সি জেল থেকে তাঁর মেডিক্যাল রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে বিচার ভবনে। তাতেই জানানো হয়েছে, অসুস্থতার কারণে ‘কাকু’ এখনও জেল হাসপাতালে ভর্তি রয়েছেন। ফলে বুধবারও খালি হাতে ফিরতে হল কেন্দ্রীয় তদন্তকারী দলকে।

    বুধবার সুজয়কৃষ্ণের আইনজীবী জানিয়েছেন, তাঁর প্রচণ্ড জ্বর। সঙ্গে সর্দিকাশিও হয়েছে। আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনেই চলছেন কাকু। সেই কারণেই তাঁকে আদালতে হাজির করানো যায়নি। অন্য দিকে, বুধবার বিচার ভবনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে সিবিআই জানিয়েছে, এর আগেও অন্তত চার-পাঁচ বার তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের চেষ্টা করা হয়েছে। কিন্তু প্রতি বারই সুজয়কৃষ্ণ আসেননি। যে হেতু উনি এখনও হাসপাতালে ভর্তি, তাই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে এ বার বিকল্প কোনও ব্যবস্থা চেয়ে আবেদন জানিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আর্জি, ওঁকে আনার অনুমতি দেওয়া হোক তাদের।

    এর আগে গত ২৯ জানুয়ারি ‘কাকু’কে আদালতে সশরীরে হাজির করানোর কথা ছিল। সে দিনও অসুস্থতার কারণে তাঁকে আদালতে হাজির করানো যায়নি। পরবর্তী তারিখ হিসাবে বুধবার যাওয়ার কথা ছিল। তা-ও হল না।

    নিয়োগ দুর্নীতিকাণ্ডে দীর্ঘ দিন ধরে জেলে রয়েছেন সুজয়কৃষ্ণ। এর আগে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছিল ইডি। এ বার সিবিআইও সেই নমুনা সংগ্রহ করতে চায়। এই সংক্রান্ত আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল তদন্তকারী সংস্থা। কিন্তু আদালত জানায়, ‘কাকু’কে সশরীরে আদালতে হাজির না-করালে ওই নমুনা সংগ্রহ করা যাবে না। শারীরিক অসুস্থতার কারণে এর আগে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সুজয়কৃষ্ণ। গত ২০ জানুয়ারি সেখান থেকে ছুটি পেয়ে আবার প্রেসিডেন্সি জেলে ফেরেন তিনি। কিন্তু এখনও ‘কাকু’ পুরোপুরি সুস্থ হননি বলে দাবি। তাই বার বার আদালত থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী দলকে।

  • Link to this news (আনন্দবাজার)