• যোগেশচন্দ্র কলেজে বহিরাগত, প্রাক্তনীদের প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট নীতি তৈরির নির্দেশ হাইকোর্টের
    এই সময় | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • সরস্বতী পুজো নিয়ে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে বিতর্ক দানা বেঁধেছিল। এ বার সেই কলেজের প্রাক্তনীদের প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট নীতি তৈরির কথা বলল কলকাতা হাইকোর্ট। এ দিন আদালত স্পষ্ট জানিয়ে দেয়, চাইলেই সব সময়, সমস্ত প্রাক্তনী কলেজে ঢুকে পড়তে পারেন না। যোগেশচন্দ্র আইন কলেজ ও ডে কলেজের পরিচালন কমিটিকে কলেজে প্রাক্তনীদের প্রবেশ সংক্রান্ত নির্দিষ্ট নীতি তৈরি করতে হবে।

    যোগেশচন্দ্র চৌধুরী কলেজ ক্যাম্পাসে যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ ও যোগেশচন্দ্র ডে কলেজের ক্লাস হয়। কলেজের সরস্বতী পুজোয় বহিরাগতর বিরুদ্ধে বাধাদানের অভিযোগ ওঠে। আইন কলেজের পড়ুয়ারা অভিযোগের আঙুল তোলে ডে কলেজের প্রাক্তন পড়ুয়াদের একাংশ ও বহিরাগতদের বিরুদ্ধে।

    আদালতে মামলা হয়, কলকাতা হাইকোর্টের নির্দেশে পুলিশি পাহারায় সরস্বতী পুজো হয়। বুধবার ফের সেই মামলার শুনানি ছিল। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলার শুনানি হয়। বিচারপতির নির্দেশ, প্রাক্তন ছাত্রছাত্রীদের কলেজে ঢোকা নিয়ে ডে কলেজকে আলাদা পলিসি তৈরি করতে হব।

    একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, ডে কলেজের প্রাক্তন পড়ুয়া বা বহিরাগতদের বিরুদ্ধে পড়ুয়ারা অভিযোগ করলে পুলিশকে পদক্ষেপ করতে হবে। একই সঙ্গে ডে কলেজের প্রাক্তনী মহম্মদ সাব্বির আলি-সহ বাকিদের মামলায় যুক্ত হওয়ার আবেদনও খারিজ হয়ে যায় এ দিন। এ দিনই মামলার নিষ্পত্তি করে আদালত।

  • Link to this news (এই সময়)