• ৩০ ফুটের ভীম, মহিষাদলে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা
    এই সময় | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • মহিষাদলের রাজচকে ভীম পুজো ও সেই উপলক্ষে মেলার আয়োজন। তৈরি করা হয়েছে ৩০ ফুটের ভীম মূর্তি। উদ্বোধন আগামী ৭ ফেব্রুয়ারি। তা দেখতে ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।

    মহিষাদলের রাজচক বিন্দাস ক্লাবের উদ্যোগে তৈরি করা হয়েছে এই বিশালাকার মূর্তিটি। প্রায় ১৭ বছর ধরে ভীম পুজো ও মেলার আয়োজন করে আসছে এই ক্লাব। এ বারেও তার অন্যথা হয়নি। চলতি বছরে মেলা চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী সাত ফেব্রুয়ারি মূর্তিটির উদ্বোধন করা হবে।

    প্রতি বছরই এই ক্লাবের তরফে কোনও না কোনও মূর্তি গড়া হয়। চলতি বছর হলদিয়া উন্নয়ন ব্লকের চন্ডীপুর এলাকার শিল্পী প্রশান্ত দাস তৈরি করেছেন ৩০ ফুটের ভীমের মূর্তিটি।

    শিল্পী প্রশান্ত দাস বলেন, ‘প্রতি বছর বড় মাপের প্রতিমা নির্মাণ হয়। এ বছরও তাই হচ্ছে। টানা এক মাস কাজ করে এই প্রতিমাটি গড়ে তুলেছি। বহু মানুষ মূর্তি দেখার জন্য ভিড় জমাচ্ছেন। মূর্তি উন্মোচন হলে আরও মানুষের ভিড় জমবে।’

    সংস্থার অন্যতম উদ্যোক্তা সুদীপ্ত দাস বলেন, ‘গত ১৭ বছর ধরে আমরা এই পুজোর আয়োজন করে আসছি। শুধু পুজো নয়। দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো থেকে পুজোয় প্রায় সাত হাজার মানুষকে অন্নভোগ দেওয়া হয়। গ্রামীণ মানুষদের আনন্দ দিতেই আমাদের এই প্রয়াস।’

  • Link to this news (এই সময়)