নদিয়ার গোবিন্দপুর সব্জি বাজার থেকে বুধবার সকালে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম ঝন্টু সরকার, বয়স আনুমানিক ৫৭ বছর। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, মৃত ঝন্টু সরকার নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর পূর্ব মহেশ্বর পাড়ার বাসিন্দা। পেশায় তিনি ভ্যানচালক। এ দিন সকালে গোবিন্দপুর সব্জি বাজারের একটি দোকানের ভিতরে তাঁর ঝুলন্ত দেহটি প্রথমে দেখতে পান স্থানীয়রাই। এর পরই খবর দেওয়া হয় শান্তিপুর থানার পুলিশকে এবং মৃতের পরিবারকে। পুলিশ এসে ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে শান্তিপুর থানার পুলিশ।
মৃত ঝন্টু সরকারের স্ত্রী ভারতী সরকারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ননদের পরিবারের সঙ্গে তাঁদের শত্রুতা চলছিল, এ নিয়ে একাধিক মামলাও করা হয়েছে। কিন্তু প্রত্যেকটি মামলা ভারতীরা জিতে যান। সেই কারণে তাঁদেরপরিবারকে কোণঠাসা করতে চক্রান্ত করে খুন করা হয়েছে ভারতীরস্বামীকে। ঘটনায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে শান্তিপুর থানায়।
পরিবারের আরও দাবি, মৃতদেহের গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। অন্যদিকে, মৃতের পরিবারের তোলা অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত পরিবার। তাঁদের দাবি, তাঁরা এই ঘটনার সঙ্গে কোনও রকম ভাবেই জড়িত নয়। তবে পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের জন্যই অপেক্ষা করছে। রিপোর্ট সামনে এলেই জানা যাবে এই মৃত্যুর পিছনে খুন নাকি অন্য কোনও রহস্য রয়েছে।