• আর ফিরবে না শীত, গরম নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক : ফেব্রুয়ারি মাসের শুরুতেই গরমের লক্ষণ দেখতে পাচ্ছেন সকলে। রাতের দিকে বা বলা ভালো ভোর রাতের দিকে যদি আবহাওয়া খানিকটা ঠান্ডা থাকে তাহলে সেখানে খানিকটা মুক্তি মিলেছে। তবে দিনের বেলা যত সূর্যের তাপ তার আলো দিয়েছে ততই বেড়েছে তাপমাত্রার পারদ। 

    বুধবার কলকাতার দিনেরবেলা সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। বেলা যত গড়াবে, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছবে প্রায় ২১.৮ ডিগ্রি সেলসিয়াসে। দিনভর, গড় তাপমাত্রা থাকবে প্রায় ২২.২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর্দ্রতা থাকবে প্রায় ৮৬ শতাংশ। 

    শুধু কলকাতা নয় জেলার বিভিন্ন অংশেও আবহাওয়ার পারদ চড়ছে। সেখানে বিভিন্ন জেলা থেকে তাপমাত্রা বৃ্দ্ধির খবর এসেছে। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ থেকে শুরু করে বর্ধমান, মালদায় তাপমাত্রার পারদ চড়ছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা খানিকটা কম থাকলেও দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ উপরের দিকেই।

    হাওয়া অফিস থেকে বলা হয়েছে আগামী কয়েকদিন ধরে এই ধরণের তাপমাত্রা থাকবে। এখনই ফের শীতের আগমন হবে না। সরস্বতী পুজো থেকেই বাড়ছে গরম। দোল পর্যন্ত যে হাল্কা শীতের পরশ থাকে সেটা বোধহয় চলতি বছরে আর হবে না। দোল আসার বহু আগেই হয়তো প্রতিটি ঘরে ফ্যান, আর প্রতিটি অফিসে এসি পুরোদমে চলতে শুরু করবে। 

    হাওয়া অফিস জানিয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। তার জেরে সকালের দিক থেকে কুয়াশার মোড়া থাকছে গোটা আকাশ। এরফলে দিনের বেলা তাপমাত্রার পারদ চড়ছে। পাশাপাশি উত্তুরে হাওয়ার পরিবর্তে দক্ষিণ দিক থেকে বাতাস বইছে। এর অর্থ হল আগামী কয়েকদিনে গরমের দাপট দেখা যাবে।

    জেলার বিভিন্ন প্রান্তে সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়েছে। ফলে জেলার প্রতিটি প্রান্তে বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। অন্যদিকে রাতের দিকে হাল্কা শীত থাকবে। এই পরিস্থিতি মোটামুটি ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। মার্চ মাস থেকে পুরোদমে গরমের খেল দেখতে পাবেন বঙ্গবাসী। 

     
  • Link to this news (আজকাল)