• প্রায় ১৮ ঘণ্টা নির্জলা থাকবে হাওড়া পুরসভা, পরিষেবা স্বাভাবিক হবে কবে?...
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার বেলা ১২টা থেকে প্রায় ১৮ ঘণ্টার জন্য পানীয় জলের সরবরাহ বন্ধ থাকবে হাওড়ার পুর এলাকায়। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে হাওড়া পুরনিগম। পানীয় জল সরবরাহকারী পাইপ লাইনে জরুরিভিত্তিতে ছিদ্র মেরামত ও পাইপলাইন প্রতিস্থাপন কাজকর্ম চলবে বলে জানা গিয়েছে। 

    হাওড়া পুরনিগমের তরফে জানানো হয়েছে,  পুর এলাকার বিভিন্ন জায়গায় পানীয় জল সরবরাহকারী পাইপ লাইনে জরুরিভিত্তিতে ছিদ্র মেরামত, বিভিন্ন ব্যাসের পাইপলাইন প্রতিস্থাপন ও ৩টি ৯০০ মিলি মিটার ব্যাসের ভাল্ব প্রতিস্থাপনের প্রয়োজন হয়ে পড়েছে। এর জন্যে বৃহস্পতিবার বেলা ১২টা থেকে পরের দিন অর্থাৎ শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত পুরনিগমের সবকটি ওয়ার্ডে পরিশ্রুত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার সকাল ৬টা থেকে পুনরায় জল সরবরাহ স্বাভাবিক হবে এমনটাই আশা করছে হাওড়া পুরনিগম।

    পুর নিগমের এক কর্তার কথায়, 'হাওড়াবাসীকে সুষ্ঠু পরিষেবা দিতে পাইপলাইনের জরুরি মেরামতির কাজ করতেই হবে। বিকল্প হিসাবে নানা এলাকায় জলের গাড়ি পাঠানো হবে। যাতে নাগরিকদের পানীয় জল নিয়ে অসুবিধায় পড়তে না হয়।’ তবে পুর নিগমের এই বার্তার পরেই অনেকেই পানীয়জলের বোতল ও জার কিনতে দোকানে ভিড় জমাচ্ছেন।
  • Link to this news (আজকাল)