চন্দননগরে কেটে ফেলা হল প্রাচীন বকুল গাছ, সরব পরিবেশপ্রেমীরা
আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চন্দননগর নাড়ুয়া জোড়া মন্দিরতলায় একটি প্রাচীন বকুল গাছ কেটে ফেলার অভিযোগ উঠল।
যে চন্দননগরে গাছের প্রকৃতি জানাতে কিউআর কোড লাগায়। গাছ বাঁচাতে বৃক্ষরোপণ করে। সেই চন্দননগরেই বৃক্ষ নিধন কেন? প্রশ্ন পরিবেশপ্রেমীদের। পরিবেশ নিয়ে কাজ করেন বিশ্বজিৎ মুখোপাধ্যায়। তিনি জানান, ‘অত্যন্ত গর্হিত কাজ করেছে যারা গাছ কেটেছে। তাদের বিরুদ্ধে চন্দননগর থানায় অভিযোগ দায়ের করা হবে।’ চন্দনগরের মেয়র রাম চক্রবর্তী বলেন, ‘কে বা কারা এই গাছ কাটল সেটা দেখতে হবে। স্থানীয় কাউন্সিলরও জানেন না বিষয়টা কর্পোরেশন জানত না। আমরা খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।আমরা যেটুকু খবর পেয়ে জানতে পেরেছি গাছটির মুন্ডচ্ছেদ হয়েছে শিকড় থেকে। চন্দননগরে গাছের যত্ন নেওয়া হয় খুব বেশি। আমরা গতবারই জানুয়ারি মাসে গাছের কিউআর কোডের উদ্বোধন করেছি। সারা বছর ধরেই বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হয়। তারপরেও কিছু মানুষ যদি গাছ কেটে থাকে নিয়ম না মেনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’