জলে ঝাঁপ দেওয়াই হল কাল, হুগলিতে মর্মান্তিক পরিণতি কিশোরের
আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হুগলিতে মর্মান্তিক মৃত্যু কিশোরের। পুকুরে ডাইভ মেরে তলিয়ে গেল এক কিশোর। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বুধবার ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল মেরি পার্ক এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পুকুরে স্নান করতে যায় স্থানীয় দুই নাবালক। একজনের বয়স ১৩। অন্যজনের ১০। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাঁতার জানত না দু’জনের কেউই। পুকুরে স্নান করতে গিয়ে ১৩ বছরের নাবালক জলে ডাইভ মারে। সঙ্গে সঙ্গে তলিয়ে যায়। পাড়ে দাঁড়িয়ে থাকা অপরজন ছুটে গিয়ে ওই নাবালকের বাড়িতে খবর দেয়। এরপর বাড়ি ও এলাকার লোকজন এসে তলিয়ে যাওয়া নাবালককে উদ্ধার করে ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায়। যদিও তাকে বাঁচানো যায়নি।
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।