• বৈধ কাগজ ছাড়াই চলছিল নার্সিংহোম, অবশেষে বন্ধ করল স্বাস্থ্য দপ্তর
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শেওড়াফুলি স্টেশন সংলগ্ন এলাকার একটি নার্সিংহোম সিল করে দিল জেলা স্বাস্থ্য দপ্তর।জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিক এদিন ডেপুটি সিএমওএইচ ওয়ান ত্রিদীপ মুস্তাফি ও ডেপুটি থ্রি সুব্রত সেনশর্মাকে নিয়ে বুধবার শেওড়াফুলিতে যান।মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, একটি অভিযোগ পেয়ে তদন্তে যাওয়া হয় ওই নার্সিংহোমে। নার্সিংহোম চালানোর বৈধ কোনও অনুমতি ছিল না। তাই সিল করা হয়েছে।শেওড়াফুলি স্টেশনের পাশে ঘোষের নার্সিংহোমে গিয়ে আধিকারিকরা কাগজপত্র পরীক্ষা করেন। নার্সিংহোমের কোনও লাইসেন্স ছিল না দেখে শেওড়াফুলি ফাঁড়ি থেকে পুলিশ ডাকেন। তারপর তালা মেরে সিল করে দেন।ওই নার্সিংহোমে বেআইনিভাবে গর্ভপাত করানো হয় বলেও অভিযোগ। 

    কিছুদিন আগে চুঁচুড়ার একটি নার্সিংহোমে এক তৃণমূল পঞ্চায়েত সদস্য যুবতী বধূর সিজারে প্রসব করানোর পর তিনি কোমায় চলে যান। কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েও তাঁকে সুস্থ করা যায়নি। বর্তমানে সেই যুবতী ব্রেনডেড অবস্থায় রয়েছেন চুঁচুড়ার একটি নার্সিংহোমে। 

    এই ঘটনার পর থেকেই দেখা যাচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তর নড়েচড়ে বসেছে। বেআইনি কিছু হলেই বেসরকারি নার্সিংহোমগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে।নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, কেন সিল করা হল জানি না। কর্তৃপক্ষের দাবি, এটা প্রায় ৩৮ বছরের পুরনো নার্সিংহোম। আপাতত আমরা এটাকে ডাক্তারের চেম্বার হিসাবেই ব্যবহার করছি। কিছু বছর যাবৎ আমাদের ফায়ার লাইসেন্স করানো হয়নি বলে আমাদের নার্সিংহোমে লাইসেন্স রিনিউ করানো যায়নি। সেটাও একটা কারণ হতে পারে। 
  • Link to this news (আজকাল)