• সাত সকালে আচমকা গুলির শব্দ, আদালত চত্বরেই উদ্ধার বিচারকের দেহরক্ষীর দেহ, তদন্তে পুলিশ...
    আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বিবাদী বাদে কলকাতা হাইকোর্টের পিছনে নগরদায়রা আদালতের চত্বর থেকে উদ্ধার হল এক পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ। বুধবার সকালে ওই পুলিশকর্মীর দেহ উদ্ধার হয়। মৃতের নাম গোপাল নাথ। আদালতেরই এক বিচারকের নিরাপত্তার দায়িত্ব সামলাতেন তিনি। তাঁর মাথায় গুলির আঘাত পাওয়া গিয়েছে। খুন না আত্মহত্যা তা তদন্ত করে দেখছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।

    বুধবার সকাল ৭টা নাগাদ আচমকা বিকট শব্দ পান স্থানীয়রা। কোর্ট চত্বরে গিয়ে তাঁরা গোপালের চেয়ারে বসা দেহ দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে। দেহটিকে ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিক, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞেরা। 

    পুলিশ সূত্র খবর, মৃত দেহরক্ষীর দেহের কাছ থেকেই একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। সেটি তাঁরই সার্ভিস রিভলবার ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, ওই দেহরক্ষী নিজের সার্ভিস বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী হয়েছেন। যদিও তাঁর মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
  • Link to this news (আজকাল)