মাঝরাস্তায় দাঁড়িয়ে গেল পর পর ট্রেন, দমদম-শিয়ালদা লাইনে আচমকা কী হল? জানা গেল কারণ ...
আজকাল | ০৫ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অন্যান্য দিনের মতোই নির্দিষ্ট সময়ের ট্রেন ধরে যাত্রা শুরু করেছিলেন। কিন্তু মাঝপথে বিপত্তি। দমদম-শিয়ালদা লাইনে পরপর থেমে গেল একের পর এক ট্রেন। বেশ অনেকক্ষণ পর, আপ লাইনে অতি ধীরে ট্রেন চলাচল শুরু হলেও, ডাউন লাইন এখনও বন্ধ। সময় লাগবে আরও কিছুক্ষণ, রেল সূত্রে জানা গিয়েছে তেমনটাই।
ঠিক কী হয়েছে? কেন আচমকা এই রেল-বিভ্রাট? জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর বারোটা চোদ্দ নাগাদ আচমকা কাঁকুড়গাছির কাছে পয়েন্ট ডিটেকশনের সমস্যা হয়। কাঁকুড়গাছির কাছে ১০২ নম্বর সিগন্যাল পয়েন্ট বিকল হয়ে যায়। সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিকের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। চলছে মেরামতির কাজ। ইতিমধ্যে দমদমের ১ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে ধীর গতিতে। তবে এখনও ২,৩,৪নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করা যাচ্ছে না। তবে সমস্যা ধরা পড়ায়, দ্রুত সমাধান আসবে বলে মনে করছে রেল। উল্লেখ্য, মাঝরাস্তায় ট্রেন গলযোগের কারণে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। কেউ কেউ ট্রেন থেকে নেমে বাস,অটো ধরে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন। অনেকেই প্রায় একঘণ্টা পেরিয়ে অপেক্ষা করছেন রেল চলাচল স্বাভাবিক হওয়ার।